প্রয়োজনীয় কিছু বিজ্ঞান নিয়ে প্রশ্ন এবং উত্তর (১ম পর্ব) - Jani Banglay
আসসালামু আলাইকুম, আজকের এই পোস্ট এ আমি আপনাদের বলবো বিজ্ঞান এর কিছু প্রয়জনীয় প্রশ্ন এবং উত্তর যা আপনাকে জানা অপরিহার্য, আশাকরি শুরু থেকে শেষ পর্যন্ত পরার চেষ্টা করবেন নাহলে কিছুই ভালো করে বুঝবেন না!
বিশ্বের সবচেয়ে শক্তিশালী কফি!
ডেথ ইউশ কফি হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কফি। এখানে সাধারণ কফির থেকে ২০০% বেশি ক্যাফেইন থাকে। এই কফি এক কাপ পান করলে আপনি টানা ৪-৬ ঘন্টা ঘুমাতে পারবেন না। এই কফির প্রস্তুতকারক কোম্পানি আপনার টাকা ফেরত দেবে যদি এটি সবচেয়ে শক্তিশালী কফি না হয়। এই কফি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠানো হয়েছিল।
দৃষ্টিহিনরা কি সপ্ন দেখে?
আসলে যারা জন্মগত ভাবে দৃষ্টিহিন তারাও সপ্ন দেখে কিন্তু তারা সপ্নে শুধু কালো অন্ধকার দেখে কারণ আমরা আসল জীবন এ যা যা দেখি সপ্নেও সেসব জিনিস দেখি কারণ আমাদের ব্রেন নিজে কিছু বানাতে পারে না আর যারা কোনো কারণে অন্ধ হয়েছেন তারা সুপ্নে সাবাভিক মানুষের মতই দেখে কিন্তু অন্ধ হবার আগে উনি যা যা দেখেছেন সেসব এ দেখেন।
"বাংলাদেশ" এর নাম কিভাবে এলো?
বাংলাদেশ শব্দটি এসেছে "বঙ্গ + আল" এই দুই শব্দ থেকে এখানে "আল" বলতে খেতের মাঝে যে রাস্তাটা থাকে সেটাকে বোঝানো হয়েছে, তারপর এটা হল বঙ্গআল কিন্তু ধীরে ধীরে বিবর্তন হয়ে বঙ্গআল থেকে এটা "বাংলা" তে রূপান্তরিত হয়েছে।
ঢাকা মোট কতোবার বাংলাদেশের রাজধানী হয়েছে?
ঢাকা মোট ৫বার বাংলাদেশের রাজধানী হয়েছে সেটা হলো ১৬১০, ১৬৬০, ১৯০৫, ১৯৪৭ এবং শেষবার ১৯৭১ সালে
নিউটনের সূত্র অনুসারে মাধ্যাকর্ষণের জন্য পৃথিবীর সব বস্তু নিচের দিকে টানতে থাকে, তাহলে আগুনের ধোয়া ব্যতিক্রম কেনো?
বাতাসের অন্য উপাদান এর চাইতে হালকা হয় তাই উপরে যায়, তবে একটা নিদিষ্ট উচ্চতার পর আর উঠতে পারে না । অনেকটা হিলিয়াম এর মতো।
ডাক্তার ও ডক্টরেট এর মধ্যে পার্থক্য কি?
যারা মেডিক্যাল কলেজে বা চিকিৎসা বিজ্ঞানের কোনো শাখা থেকে পড়াশোনা শেষ করেছে (MBBS, BDS, DVM বা এজাতীয়) তারা ডাক্তার ( যদিও ইংরেজি বানান Doctor হয় ) আর যারা গবেষণা করে PhD সেষ করেছে, তাদের ডক্টরেট বলে সাধারণত। ইংরেজিতে দুইটার জন্য নামের পূর্বে Dr. (Doctor) লাগানো হয়, তবে বাংলায় পার্থক্য করার জন্য চিকিৎসকের পূর্বে ডা. এবং PhD ধারীদের নামের পূর্বে ড. ব্যবহার করা হয়।
কোকাকোলার বোতলের সম্পর্কে একটি মজাদার ফ্যাক্টস!
আপনি যদি একটি কোকের বোতলে পানি ও ব্লিচিং দিয়ে মেশান তাহলে সেই বোতলটি আলোকে প্রতিফলন ও প্রতিসরণ করবে এবং তা একটি ৫৫- ওয়াটের আলোর বাল্প এর মতো আলো দিতে সক্ষম হবে
এটি আমাদের বিজ্ঞানের প্রশ্ন উত্তরের প্রথম পর্ব ছিল আপনাদের পছন্দ হলে এটার দ্বিতীয় পর্বও খুব শীগ্রই আসবে❤️
© জানি বাংলায়
লেখকঃ জীম ইসলাম
আমাদের আপনার প্রশ্নটি জিজ্ঞেস করুন*
janibanglay@gmail.com
#We Collect Information